ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহারে হেরোইনসহ সন্ত্রাসী নিরব আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ১৬ নভেম্বর ২০২১

ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে ২১.২৩ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম নিরব নামে এক সন্ত্রাসীকে আটক করেছে দোহার থানা পুলিশ। নিরবের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে। 

মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নিরব পুলিশের ভয়ে বিভিন্ন ঝোপঝাড়ে (জঙ্গলে) রাত্রীযাপন করতো। তাই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মঙ্গলবার অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় আরেকটি মাদক মামলা করা হয়েছে। 

সে উপজেলার জামালচর এলাকার নাছির উদ্দিনের ছেলে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি