ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিএমপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন আইজিপি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১৭ নভেম্বর ২০২১

বেলুন ও পায়রা উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

বুধবার সকাল সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। 

অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করেন তিনি। পরপরই পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সুধী সমাবেশের শুরু হয়। 

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিক, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল শহীদুজ্জামান খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিজিএফআইর কর্নেল জিএস কর্নেল এম এ সাদি, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ৪৪৭ দশমিক ২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে কার্যক্রম শুরু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি