ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলা বন্দরে জাহাজ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৭, ১৭ নভেম্বর ২০২১

মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় বাণিজ্যিক জাহাজের ধাক্কায় কয়লাবাহি বাল্কহেড জাহাজ ডুবির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাষ্টার আমিনুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য দুই সদস্য হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র পাইলট রিয়াজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (নৌ নির্মাণ) অনুপ চক্রবর্ত্তি। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ এর মধ্যে থেকে জাহাজের চালক মহিউদ্দিন ও নূর ইসলাম নামের দুই জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

উল্লেখ্য, সোমবার (১৫ নভেম্বর) রাতে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় প্রায় সাড়ে ৩'শ মেট্রিকটন কয়লা নিয়ে (এমভি ফারদিন-১) নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে যায়। এতে জাহাজটিতে থাকা পাঁচজন নিখোঁজ হয়। 
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি