ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাসান আলী হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু দণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ১৮ নভেম্বর ২০২১

রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ

রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হাসান আলী হত্যা মামলায় ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছে আদালত। হত্যার দীর্ঘ ২২ বছর পর এই রায় আসলো। মামলায় অপর ৭ জনকে বেকসুর খালাস প্রদান করেছে বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ১৪ জন আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন- মওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান ও গাওরা তালেব। 

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ি আদর্শ ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার আমবাড়ি গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করে। 

এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯৯ সালের ২৪ আগস্ট পলাশবাড়ি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পলাশবাড়ি থানা পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, চলতি বছরের (২০২১) ৩ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আজ রায় ঘোষণা করা হলো। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি