ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিয়ে হওয়ায় পরীক্ষায় অনুপস্থিত ১৫ ছাত্রী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১৯ নভেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা কেন্দ্রে শুরু থেকে অনুপস্থিত রয়েছেন ১৫ ছাত্রী। এই পরীক্ষার্থীদের সকলেই বাগাতিপাড়া মহিলা মাদরাসার ছাত্রী।মাদরাসা প্রধান জানিয়েছেন, করোনা মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সব পরীক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ায় কেউ পরীক্ষায় অংশ নেয়নি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায় তারা অনুপস্থিত ছিলেন। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া কোন পরীক্ষায় এই ছাত্রীরা অংশ নেয়নি। 

জানা যায়, চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদরাসা কেন্দ্রে ৫টি মাদরাসার পরীক্ষার্থী দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। এসব মাদরাসার মোট ৯৮ জন শিক্ষার্থীর ওই কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু প্রতিদিন কেন্দ্রে ৮৩ জন উপস্থিত হয়, অনুপস্থিত থাকে ১৫ পরীক্ষার্থী।

এরা সবাই বাগাতিপাড়া মহিলা মাদরাসার শিক্ষার্থী। ওই মাদরাসা থেকে এ বছর মোট ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু কেউই পরীক্ষায় অংশ নেয়নি। মাদরাসা সুপার ওইসব শিক্ষার্থীর প্রবেশপত্রও সংগ্রহ করেন।

কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, প্রতি পরীক্ষার্থী ৩০০ টাকা কেন্দ্র ফি প্রদানের কথা থাকলেও ৪ হাজার ৫০০ টাকার ফি বকেয়া রেখে পরীক্ষার্থীদের স্বার্থে প্রবেশপত্র দেয়া হয়েছিল। কিন্তু ওই মাদরাসা থেকে কেউ অংশ নেয়নি।

এব্যাপারে বাগাতিপাড়া মহিলা মাদরাসা সুপার আব্দুর রউফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি বছরে তার মাদরাসা থেকে ১৫ জন ছাত্রীর পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। তবে তিনি প্রবেশপত্র পেয়ে এসব পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সকলকে পরীক্ষায় অংশ নিতে বলেছিলেন। কিন্তু কেউ সাড়া দেয়নি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল বলেন, উপজেলার বেশ কয়েকটি মাদরাসার কার্যক্রম নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠান বিভিন্ন জনের নাম তালিকা করে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার চেষ্টা করে। বাগাতিপাড়া মহিলা মাদরাসা ওই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে একটি। ওই প্রতিষ্ঠান প্রধানের দেওয়া বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে, জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি