ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে চালের মিলে আগুনে ২ শ্রমিক দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৪, ২০ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে সিটি ইকোনমিক জোনের আটো ডাল এন্ড রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই কারখানার ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। 

শনিবার ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী (রূপগঞ্জ) পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানার সংশ্লিষ্টদের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জের ৫ ইউনিট বিকেল পাচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও জানান, চালের হিট মেশিন থেকে আগুনে সৃষ্ট। পাশে চালের তুশের গুডাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ওই কারখানার ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি