ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ২১ নভেম্বর ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে নাজমা আক্তার (১৪) নামের এক মেয়ে। শনিবার রাত নয়টার দিকে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

রোববার (২১ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চোরাবালি গ্রামের রবি আলমের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি হয় নাজমা আক্তারের। এর জের ধরে রাত আটটা থেকে নয়টার দিকে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে। ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পেয়ে কিশোরীর মা নামিয়ে স্থানীয়  পল্লী চিকিৎসক ডেকে আনেন।

পরে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত তিনটার দিকে চরজব্বর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি