ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের ৩ দিন পর রাবার বাগানে মিলল কিশোরীর লাশ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে উদ্ধার করা হয়েছে কিশোরীর লাশ। উদ্ধার হওয়া এই কিশোরীর নাম মিনা বেগম। তার বাবার নাম মঈনু মিয়া।
 
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে থেকে কিশোরীটি নিখোঁজ ছিল। তবে থানা প্রশাসনকে এ বিষয়ে অবগত করা হয়নি।
রোববার দুপুরে উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
 
কিশোরীর ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়তো। শুক্রবার কিছু জিনিস কিনতে সমশেরগঞ্জ বাজারে যায় এরপর থেকে সে নিঁখোজ। শনিবার তারা এলাকায় মাইকিংও করেন। রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ মিলে। তিনি জানান, লাশের গলায় উড়না পেঁছানো ছিল। পায়ে আঘাতের চিহ্ন আছে। পরনে উপরে কামিজ ছিল কিন্তু সেলোয়ার ছিল না। 

পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণে এবং মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা বিষয়টি তদন্ত করে এবং মেডিক্যাল রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি