ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৫, ২১ নভেম্বর ২০২১

যথাযথ মর্যাদায় মোংলা নৌবাহিনী ঘাঁটি ও জাহাজসমূহে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এসময় নৌবাহিনীর জাহাজ জনগনের জন্য উন্মুক্ত করে রাখা হয়।

দিনটি উপলক্ষে রোববার (২১ নভেম্বর) মোংলায় বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ ও সশন্ত্র বাহিনী উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতির জন্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

এছাড়াও মোংলায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন এবং খুলনায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন ও নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিকে মোংলা নেভাল জেটিতে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এসময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শন করেন বিপুল সংখ্যক দর্শনার্থী।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি