ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বরযাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ২২ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। তারা বিয়ের অনুষ্ঠান শেষে তারা বাড়ির পথে যাচ্ছিলেন।

রোববার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (৩২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রী দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন। তিনি বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ডিউটিরত এএসআই শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আপন দুই ভাইসহ তিনজন হাসপাতালে মারা গেছেন। তাদের লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি