ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক পরিচয়দানকারী ৩ প্রতারক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ২২ নভেম্বর ২০২১

ভূয়া পরিচয়পত্র ও ইয়াবাসহ আটক তিন প্রতারক

ভূয়া পরিচয়পত্র ও ইয়াবাসহ আটক তিন প্রতারক

Ekushey Television Ltd.

প্যান্টের ব্যাল্টের সাথে ঝুলছে একটি পত্রিকার পরিচয়পত্র। বুক পকেটে রাখা আরও এমন দুটি পরিচয়পত্র। সংবাদকর্মী পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাক মেইলিং করে টাকা আদায় করাই তাদের উদ্দেশ্য। এমন তিন সংবাদকর্মী পরিচয়দানকারী প্রতারককে আটক করেছে রসুলবাগ এলাকার যুবকরা। 

রোববার রাতে আটক করা ওই যুবকদের পকেট থেকে শুধু পরিচয়পত্র নয়, পত্রিকার সম্পদকের সীলমোহর, পত্রিকার খালি প্যাড, ইয়াবা, বিরোধী দলের প্যাড, বিভিন্ন ব্যবসায়ীর ভিজিটিং কার্ড ও জাতীয় পরিচয় পত্রও উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন- আঃ কাদির, তাইমুল ইসলাম ও আলামিন সোহাগ।

রসুলবাগ এলাকার স্থানীয়রা জানান, আমাদের এলাকার প্রতিটি প্রবেশ মুখে আছে নিরাপত্তা ব্যবস্থা। এলাকা থেকে মাদক, ছিনতাইকারী দূর করতেই সমাজের মুরব্বীরা এই ব্যবস্থা নিয়েছেন। এলাকায় অপরিচিতদের প্রবেশ দেখলেই তাকে প্রশ্ন করেন আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। গতকাল সন্ধ্যার পর এই তিন যুবককে দেখে সন্দেহ হলে প্রথমে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। নিজেদের দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দেয়। 

তখন তাদের সন্দেহ হয়, পরিচয়পত্র দেখতে চাইলে প্রথমে অস্বীকার করে। পরে এলাকার মুরব্বীদের চাপে দেখাতে বাধ্য হয়। কিন্তু তারা মানব জমিন পত্রিকার পরিচয়পত্র দেখাতে পারেনি। দুর্নীতি রিপোর্ট নামে একটি পত্রিকার পাঁচটি পরিচয়পত্র উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। এরমধ্যে একটি মানবাধিকার সংগঠনের পরিচয় পত্রও ছিল। 

এদের মধ্যে আঃ কাদির ওই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিজেকে দাবি করেন। আর আলামিন বার্তা সম্পাদক ও তাইমুল যুগ্ন-বার্তা সস্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন। এছাড়াও তাদের সাথে থাকা ব্যাগ থেকে ২০ পিছ ইয়াবা, একটি গ্যাস লাইট, পত্রিকার খালি প্যাড, পত্রিকার সম্পাদকের সীল, বিরোধী দলের প্যাড, বিভিন্ন ব্যবসায়ীর ভিজিটিং কার্ড ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। 

পরে এলাকাবাসী তাদেরকে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত আঃ কাদির বলেন, আমাদের সম্পাদক ইরান মজুমদার আমাদের এ এলাকায় আসতে বলেছিলেন। কিন্তু এখন তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন না।

উদ্ধারকৃত ইয়াবা প্রসঙ্গে তিনি বলেন, সমাজে চলতে গেলে মাঝে মধ্যে নেশা করতে হয়। আমি সব সময় নেশা করি না। মাঝে মধ্যে নেশা করি।

পত্রিকার খালি প্যাড ও সীল নিয়ে ঘোরার কারণ সম্পর্কে তিনি বলেন, এগুলো এমনিতেই রেখেছি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি