ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ভারতীয় নাগরিক আটক

কলারোয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৩, ২২ নভেম্বর ২০২১

সাতক্ষীরার  কলারোয়ায় র‌্যাব-৬ এর অভিযানে ভারতীয় নাগরিক রাজু কারিগর (৩২) নামের এক যুবককে আটক করেছে। সে ভারতের উড়িস্যা প্রদেশের জগৎসিংপুর জেলার তীর্তল থানার নওশিরা গ্রামের মো. তালেব কারিগরের ছেলে।  

সাতক্ষীরা র‌্যাব-৬ এর ডিএডি-সিপিসি-১ এর  জিল্লুর রহমান জানান, গত ২১ নভেম্বর বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারের হুমাইরা টেইলার্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই যুবককে আটক করা হয়। সে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধ করায় তাকে আটক করা হয়েছে। 

আটককের সময় সহযোগিতা করেন-র‌্যাব-৬ এর এসআই মাহাবুব আলম, এএসআই নুর হোসেন, কনস্টেবল-এরশাদ আলী, সৈনিক সোহেল রানা, চালক মাসুদ রানা। এ বিষয়ে সোমবার (২২ নভেম্বর) সকালে কলারোয়া থানায় একটি মামলা করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি