ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তালাবদ্ধ কক্ষ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ২৩ নভেম্বর ২০২১

খবর পেয়ে লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী

খবর পেয়ে লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাকিল গাজী নামের এক যুবকের গলাকাটা মরহেদ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাচঁপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ সেনপাড়া এলাকার আব্দুর রহমান মুন্সির বাড়ির ৬ তলা ভবনের উপরে টিন সেটের তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ২৮ বছর বয়সী সাকিল গাজী মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার মিতারা গ্রামের কামাল গাজীর ছেলে। তিনি সেনপাড়া এলাকার ওই বাড়িতে থেকে রাজধানীর একটি শপিংমলে চাকরি করতেন।

নিহত যুবকের স্ত্রী রাত্রী আক্তার জানান, তার স্বামী সাকিল গাজী গত ১৫ দিন আগে সিফাত ও সাব্বির নামের দু’জন বন্ধুকে নিয়ে ৬ তলার ভবনের উপরের ওই কক্ষে বসবাস শুরু করেন। আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় থাকতাম। গত দু’দিন ধরে তার (স্বামী) সাথে কোন যোগাযোগ না করতে পেয়ে সোমবার দুপুরে বাসায় এসে দেখি রুমটি তালাবদ্ধ। 

পরে প্রতিবেশীদের সহযোগিতায় তালা খুলে তার গলাকাটা লাশ দেখতে পাই, জানান স্ত্রী রাত্রী।
 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। 

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যারাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, বলেন ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি