ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নওগাঁয় স্কুলছাত্রী-শিশুসহ ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৭, ২৩ নভেম্বর ২০২১

নওগাঁয় গত ২৪ ঘণ্টার ব্যবধানে শিশু ও স্কুলছাত্রীসহ ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় দুইজন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যায় তিনজন এবং পুকুরে ডুবে মারা গেছেন একজন। এসব ঘটনা ঘটেছে জেলার রানীনগর, পত্নীতলা, মহাদেবপুর, পোরশা ও মান্দা উপজেলা এলাকায়।

জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে নওগাঁর রানীনগর উপজেলার বনমালিকুড়ি হটাৎপাড়া নামক স্থানে ব্যাটারী চালিত ইজিবাইক থেকে ছিটকে পড়ে সাথি খাতুন (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়। নিহত সাথি খাতুন রানীনগর উপজেলার সরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। 

একই সময়ে পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের দুর্গাপুর সড়কের নির্মাণকাজে ব্যবহৃত রোলারের নিচে চাঁপা পড়ে বুলেট হোসেন (৩০) নামে ওই রোলার চালকের মৃত্যু হয়েছে। মৃত বুলেট নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ গ্রামের মৃত আক্কেল আলী মোল্লার ছেলে।

এদিকে রোববার রাতে জেলার মহাদেবপুর উপজেলার সাবাইল গ্রামে পারিবারিক কলহে রাবেয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী। 

একইদিন রাতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন একই উপজেলার কুঞ্জবন গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহাদত আলম মিতুল (১৯)। 

ওই রাতেই বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পোরশা উপজেলার সোমনগর আদিবাসী পল্লীর জাকারিয়া ঝাকঁড়ার কিশোরী মেরিনা ঝাকঁড়া (১৫)। 

আর ওইদিন সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায় মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের জিউল গ্রামের সাইফুল ইসলামের চার বছরের শিশু রিফাত হোসেন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি