ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আইজিপি কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন বাগেরহাট সদর উপজেলা 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৬, ২৪ নভেম্বর ২০২১

আইজিপি-কাপ অনুর্ধ-১৯ কাবাডি প্রতিযোগিতায় বাগেরহাট জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলাকে হারিয়ে বাগেরহাট সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই খেলায় ৯টি উপজেলার ৯টি দল অংশগ্রহন করে। নক আউট পর্বে দুই গ্রুপে খেলা শেষে মোল্লাহাট ও বাগেরহাট সদর উপজেলা ফাইনালে পৌঁছায়। খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে ১৫ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্স আপকে ১০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি এবং অংশগ্রহনকারী খেলোয়াড়দের  উপহার দেওয়া হয়।

আইজিপি-কাপ অনুর্ধ-১৯ কাবাডি প্রতিযোগিতায় বাগেরহাট জেলা পর্যায়ের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
কেআই//  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি