ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালী সদর উপজেলায় নৌকার টিকেট পেলেন যারা

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৮, ২৪ নভেম্বর ২০২১

চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী নোয়াখালীর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন আমির হোসেন বাহাদুর, কাদির হানিফ ইউনিয়ন থেকে রহিম চৌধুরী, পূর্বচর মটুয়া ইউনিয়ন থেকে মো. নুরুল আলম,আন্ডারচর ইউনিয়ন থেকে আবদুর রব, চরমটুয়া ইউনিয়ন থেকে মো. কামাল উদ্দিন, দাদপুর ইউনিয়ন থেকে মো. দেলোয়ার হোসেন, এওজবালিয়া ইউনিয়ন আবদুজ জাহের, কালাদরাপ ইউনিয়ন থেকে মিজানুর রহমান ও অশ্বদিয়া ইউনিয়ন থেকে গোলাম হোসেন বাবলু।
 
বাংলাদেশ আওয়া মীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিটিতে এ তথ্য জানানো হয়।

নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, চতুর্থ ধাপে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি