ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর প্রয়াণ দিবসে সংগীতানুষ্ঠান

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ২৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’ বাংলা লোকগানের দিকপাল প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর প্রয়াণ দিবসে সংগীতানুষ্ঠান নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার রাতে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সুরের বাঁশিওলার প্রয়াণ দিবস স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। এছাড়াও বারী সিদ্দিকীর ভক্তবৃন্দসহ অন্যান্যরা। 

প্রিয় শ্লিল্পীর কর্মময় সংগীত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

এসময় প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর কন্যা এলমা সিদ্দিকীসহ দেশের প্রখ্যাত বেতার ও টেলিভিশন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বারী সিদ্দিকী মূলত লোকগীতির সঙ্গে ক্লাসিক মিউজিকের সম্মিলনে আধ্যাত্মিক ধারার গানে ভিন্ন মাত্রা যুক্ত করেছিলেন। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। 

২০১৭ সালের ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি