ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বজনকে দেখতে এসে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ২৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নূর আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
 
বুধবার রাতে উপজেলার কানকিরহাট এলাকা থেকে ওই রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ওই যুবক উখিয়ার কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, কুতুবপালংক থেকে পালিয়ে এসে ওই যুবক নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের স্বজনদের সাথে দেখা করতে আসেন। সে মূলত ভুলে পথে সেনবাগের কানকির হাটে চলে আসে। 

পরে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে তাকে আটক করে রাতেই জেলার সুধারাম মডেল থানায় প্রেরণ পাঠানো হয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বুধবার রাতে সেনবাগ থানা থেকে পাঠানো রোহিঙ্গা যুবককে শুক্রবার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি