ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ভবনে আগুন, তিন যুবক দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ২৬ নভেম্বর ২০২১ | আপডেট: ০৮:৫৩, ২৬ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভবনের চারতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুনে দগ্ধ হয়েছেন  তিন যুবক। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলী এলাকায় আদনান টাওয়ারে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মামুন, জীবন ও পারভেজ। 

তারা ইপিজেড এলাকায় অনন্ত অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন এবং তাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, মামুন ও পারভেজের শরীরের শতভাগ এবং জীবনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, ভবনের বাসিন্দাদের সতর্ক করে ঘটনাস্থলে পুলিশ মোতায়োন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যারও ভবনটি পরিদর্শন করেছেন।

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি