ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টঙ্গীর মাজার বস্তিতে আগুন, পুড়ে গেছে ৫শ’ ঘর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩১, ২৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৫৮, ২৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার ভোর চারটার দিকে টঙ্গীর বস্তিতে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস জানায়, ভোররাত চারটার দিকে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ‘টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

তবে স্থানীয়রা বলছে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি