ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে ইভিএমসহ ভোটের সরঞ্জাম বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৮, ২৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

শনিবার দুপুর হতে জেলা শহরের সামাদ স্কুল মাঠ থেকে এসব ইভিএম সরঞ্জাম বিতরণ করেন নির্বাচন কমিশন।

পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতি কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিংয়ের নেতৃত্ব এক পুলিশ অফিসারসহ এক প্লাটুন পুলিশ ও আনসার সদস্য রয়েছে।

এদিকে লক্ষ্মীপুরে জেলার রামগঞ্জ ও রায়পুরে মোট ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সময় স্ব স্ব উপজেলা হতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি