ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাটখিলে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ২৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:৫৪, ২৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা ও অস্ত্রধারী ফুয়াদ হোসেন সৈকত (২৭) এবং তার সহযোগী মামুন হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। 

এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি এলজি, ২টি শর্টগানের কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি চাকু, ২টি স্ক্রু ড্রাইভার, ৩টি প্লাস, ১টি ড্রিল মেশিন ও ২টি ড্রিল মেশিনের স্ক্রু উদ্ধার করা হয়। 

শনিবার বিকেল ৩টার দিকে দশানী টবগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দশানী টবগা এলাকার আলমগীর হোসেনের ছেলে ফুয়াদ হোসেন সৈকত ও ভাওয় আলিপুর গ্রামের এছাক মিয়ার ছেলে মামুন হোসেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চাটখিল থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে দশানী টবগা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মাষ্টার মাইন্ড ও ১৪টি মামলার আসামী ফুয়াদ হোসেন সৈকতের ঘর থপকে তাকে ও তার সহযোগী ৯ মামলার আসামী মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদক, চুরি এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি