ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাড়তি ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো শিক্ষককে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২৮ নভেম্বর ২০২১

বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চট্টগ্রামে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ওই স্কুলশিক্ষকের চিকিৎসা চলছে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। 

আহত রহমত উল্লাহ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত শিক্ষকের স্বজনরা জানান, সদরঘাট এলাকার পিটিআই প্রশিক্ষণ নিচ্ছিলেন রহমত উল্লাহ। অক্সিজেন এলাকার নিজ বাসা থেকেই যাওয়া আসা করতেন।

শনিবার সকালেও অক্সিজেন এলাকা থেকে বাসে ওঠেন তিনি। এ সময় বাসের হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করেছিলেন রহমত উল্লাহ।

এ নিয়েই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাস থেকে নেমে যেতে চাইলেও বাধা দেওয়া হয় ওই শিক্ষককে। শেষ পর্যন্ত   পুরাতন রেলস্টেশন এলাকা পর্যন্ত নিয়ে গিয়ে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেয় বাসের হেলপার। 

এদিকে অভিযুক্ত চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি