ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুর জেলার ৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫, ২৮ নভেম্বর ২০২১

বুড়িপোতা ইউপির গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন

বুড়িপোতা ইউপির গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন

তৃতীয় দফায় মেহেরপুর জেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট প্রয়োগের জন্য সকাল সকাল লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। 

এসব ভোট কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

মেহেরপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ২টি ও গাংনী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা, কুতুবপুর গাংনী উপজেলার ষোলটাকা, কাজিপুর, ধানখোলা ও রায়পুর ইউনিয়ন পরিষদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধননের ব্যবস্থা নেয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি