ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে ট্রাকচাপায় দুই নারীসহ ৩ শ্রমিক নিহত

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রংপুরের তারাগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ট্রাকচাপায় দুই নারীসহ জুতা কারখানার ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ শ্রমিক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সন্ধা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগজ্ঞ থানার ওসি ফারুখ হোসেন। 

তারাগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অদূরে একটি জুতা কারখানায় শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। কাজ শেষে কয়েকজন শ্রমিক রিক্সাভ্যানে করে কারখানা থেকে রংপুর দিনাজপুর মহাসড়কে আসলে একটি দ্রুতগামি ট্রাক রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারীসহ ৩ শ্রমিক নিহত হয়। আহত হয় দুই শ্রমিক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে নিহত দুই নারী শ্রমিকদের মধ্যে একজন সাথি বেগম (৩৫)। তার বাড়ি তারাগজ্ঞ হাসপাতালের পেছনে। বাকী দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
এদিকে ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে যায়। ফলে ট্রাকটি আটক করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

তারাগজ্ঞ থানার ওসি ফারুখ হোসেন বলেন, নিহতদের একজনের নাম জানা গেছে বাকী দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা করা হচ্ছে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি