ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চাচাকে খুন করে থানায় হাজির ভাতিজা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ২৮ নভেম্বর ২০২১

নিহতের খবর খুনে নাজিম উদ্দিনের বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা

নিহতের খবর খুনে নাজিম উদ্দিনের বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনার পর ভাতিজা নাসির উদ্দিন নিজেই থাকায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। 

এসআই ইব্রাহীম খলিলুল্লাহ জানান, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে নেওয়া হয়। 

খবর পেয়ে পুলিশ গিয়ে সেই মরদেহ উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

বছরখানেক আগে নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছিলেন। ওই সময় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বাবা। সুস্থ হয়ে ফিরে ছেলের নামে মামলা দায়ের করেন নাজু শাহ। 

সেই মামলার সাক্ষী ছিলেন নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুদ্ধ ছিলেন ভাতিজা। 

এরই জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি