ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধায় ভোট কেন্দ্রে হামলা, পুলিশসহ আহত ৭

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪১, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট পেপার ছিনতাইর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৭ জন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভোট চলাকালে আচমকা একদল দুর্বৃত্ত ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়। পরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, এ্কই ইউনিয়নের মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগের কারণে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি