ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একদিনের শিশুকে হাসপাতালে রেখে পালিয়েছে এক দম্পতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪০, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:১২, ২৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একদিনের নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন তার মা-বাবা। 

রোববার (২৮ নভেম্বর) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নিমর্ম ঘটনাটি ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন জানান, রোববার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি। তাদের নাম-পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে কৌশলে পালিয়ে যায় ওই দম্পতি। 

অনেক চেষ্টা করেও তাদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। 

এদিকে, শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকার করেছেন অনেকে। কিন্তু শিশুটির মা-বাবার পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

তবে, ফেলে যাওয়া শিশুটির পিতা-মাতা ওই দম্পতি কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি