ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভান্ডারিয়ায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

ভান্ডারিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ২৯ নভেম্বর ২০২১

পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা নদীতে এমভি টিপু-১২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে গেলেও ট্রলারে থাকা ৪ ব্যবসায়ী আহত অবস্থায় সাঁতরে নদীর কিনারায় আসতে সক্ষম হন। এদের মধ্যে নাজিরপুর উপজেলার বৈঠাঘাটার আব্দুর রশিদকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

এছাড়া আহত আব্দুল কুদ্দুস হাওলাদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্রলারের থাকা মাসুদ জানান, রোববার সকালে কাঠালিয়া উপজেলা বাজার থেকে নাজিরপুরের উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে। পথে পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-১২ পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।

এদিকে, বরিশাল বন্দর পরিবহন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি