ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৪:২০, ২৯ নভেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোট গণনায় কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৩ জন। আহত হয়েছেন এক নারীসহ ৪ জন। 

রোববার রাতে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, ঘিডোবপুর গ্রামের সাহাবলি আহম্মেদ (৩৫), মোজাহারুল ইসলাম (৪০) ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য (২০)। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। 

আহতদের মধ্যে দুজন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার সময় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলেন। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গেলে তার গাড়ি ভাঙচুর করে তারা। 

ইউএনও প্রায় দেড়ঘন্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণের চেষ্টা চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি