ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোট বর্জনকারী প্রার্থীই হলেন বিজয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ২৯ নভেম্বর ২০২১

নৌকার প্রার্থী সোহেল রানা

নৌকার প্রার্থী সোহেল রানা

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কারচুপির অভিযোগে ভোট বর্জনকারী নৌকার প্রার্থী সোহেল রানাই অবশেষে বিজয়ী হয়েছেন। 

তৃতীয় দফায় রোববার ভোট চলাকালে বালিয়াডাঙ্গীর ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী সোহেল রানা ভোট কারচুপির অভিযোগ তুলে সাংবাদিকদের ডেকে ভোট বর্জন করার ঘোষণা দেন। 

এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জোরপূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপারে সীল মারা, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে এবং ইউনিয়নে কোনো সুষ্ঠ ভোট হয়নি এর নানা  অভিযোগ করেন তিনি। 

পরে ভোট গণনা শেষে দেখা যায় নৌকার মনোনিত প্রার্থী সোহেল রানাই ২১১ ভোটে বিজয়ী হয়েছেন। এতে প্রার্থীর সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি