ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় দুই মামলা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২৯ নভেম্বর ২০২১

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান

Ekushey Television Ltd.

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ও উত্তর বাখরনগরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দুটি দায়ের করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, চান্দেরকান্দি ও উত্তর বাখরনগর ইউনিয়নের দুটি ভোট কেন্দ্রে ব্যালট ভাক্স ছিনতাইয়ের সময় পুলিশের সাথে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। হামলাকারীরাও পুলিশের উপর গুলি ছোড়ে। 

এরপরই চান্দেরকান্দিতে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরিফ মিয়া নামের একজনের মৃত্যু হয়। এছাড়া উত্তর বাখরনগরেও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা এবং সংঘর্ষে ফরিদ মিয়া নামে আরেকজনের মৃত্যুর হয়েছে। 

এসব ঘটনায় সংশ্লিষ্ট নির্বাচনে প্রিজাইডিং অফিসারা চান্দেরকান্দিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনে বিরুদ্ধে এবং উত্তর বাখরনগরে পণ্ডিত মেম্বারকে প্রধান করে আরও অজ্ঞাত ২শ’ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। 

এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানান পুলিশ সুপার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি