ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ৩৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ২৯ নভেম্বর ২০২১

নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩৫০ জন অসহায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে জিলা স্কুল মাঠে শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

আর্ন্তজাতিক দাতা সংস্থা মুসলিম হেলফেনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা স্যোসাল এইড ও রানির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় রানির প্রধান নির্বাহী ও স্যোসাল এইডের পরামর্শক ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, সাংবাদিক রায়হান আলমসহ প্রমুখ।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি