ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ৩০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নাটোর শহরে নারদ নদের তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। তবে পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় নারদ সেতুর দক্ষিণপ্রান্ত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
 
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তাদের পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 

তবে, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, করোনার শুরুর আগে এসব এলাকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। করোনায় মহামারির কারণে অভিযান স্থগিত হওয়ায় উচ্ছেদকৃত স্থানে তারা পুনরায় স্থাপনা নির্মাণ করে।

এদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ১৫ দিনের সময় দিয়ে অবৈধ দখলকারীদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। এছাড়া মাইকিংও করা হয়। যারা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হচ্ছে। নারদ নদের প্রাণ ফিরিয়ে আনার জন্য দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি