ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিদ্ধিরগঞ্জে থ্রী স্টার মানের ‘স্কাই ফ্লাই’ রেস্টুরেন্ট উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ৩০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সিদ্ধিরগঞ্জে থ্রী স্টার মানের ‘স্কাই ফ্লাই’ হোটেল এন্ড রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ হোটেলের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। 

এ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিল মনোয়ারা বেগম ও আওয়ামী লীগ নেতা মোঃ মাহবুব হোসেন। 

এম এ জামানের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘স্কাই ফ্লাই’ হোটেল এন্ড রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউছুফ খান। 

প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করায় তাদেরকে অভিনন্দন। প্রবাসীদের বিনিয়োগে আমাদের অর্থনীতি আরো সুদৃঢ় হবে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি