ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টেকনাফে নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় এক শিশুর মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৫, ২৮ জুন ২০১৭

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় নিঁখোজ ৩ শিশুর মধ্যে মোহাম্মদ আমিন নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিক নাফ নদীর নতুন জেটিঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া শিশু টেকনাফ পৌরসভার পল্লাল পাড়া এলাকার মনু মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার নাফনদীর নতুন জেটি দিয়ে ছোট নৌকা ভর্তি শিশুরা ভ্রমনে বের হন। কিছুক্ষন পর নৌকাটি ডুবে যায়। এসময় আশেপাশে থাকা নৌকা লোকজন ১৪ জনকে উদ্ধার করা করলেও নিখোঁজ হয় তিন জন। এদের নিখোজদের উদ্ধারে কাজ চলছে। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া পর্যটকের খোজে উদ্ধার কাজ চলছে। ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি