ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে বিপুল পরিমাণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ১ ডিসেম্বর ২০২১

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে প্রশাসন। 

মঙ্গলবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসারসহ গৌরনদী হাইওয়ে পুলিশ।

এসময় চারটি ককসিট ভর্তি বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। এসংক্রান্ত দুই মামলায় গাড়ী চালক ও সুপারভাইজারকে ১৩ হাজার পাঁচশ’ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি