ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১ ডিসেম্বর ২০২১

বাগেরহাটে নানা আয়োজনে ‘নিরাপদ সড়ক চাই’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনাতায়নে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

নিরাপদ সড়ক চাই বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মামুনুর রশীদ, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি শেখ আসাদ, তানিয়া খাতুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব সরদারসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই’র জেলা কমিটির সদস্য, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সড়কের সব ব্যাধি একদিনে তৈরি হয়নি, রাতারাতি তার সমাধানও সম্ভব নয়। তবে সড়কে দুর্ঘটনার দায় কারো একার নয়। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে সড়ক নিরাপদ করতে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী তরুণদের হাতে দূরন্ত গতির মোটরসাইকেল তুলে দেওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ। এ বিষয়ে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি