ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে বিশ্ব এইডস দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

“সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের  মাদারীপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মাদারীপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. মুনীর আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম। 

অনুষ্ঠানে এনজিও কর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি