ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পুঠিয়ার মেয়রের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ১ ডিসেম্বর ২০২১

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার ব্যবসায়িক পার্টনার মনিরুজ্জামান ওই টাকা পরিশোধের জন্য মেয়রকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের সাত কর্ম দিবসের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আইনজীবী আজমত হোসাইন জানান, জনতা ব্যাংক পুঠিয়া শাখার পাঁচটি চেকের মাধ্যমে মনিরুজ্জামানের কাছ থেকে মেয়র মামুন ৩০ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু সে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করতে টালবাহনা করছেন। প্রাথমিকভাবে টাকা নেয়ার বিষয়টিও প্রমাণিত হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ করে চারটি চেকে ২০ লাখ এবং একটি চেকে ১০ লাখ টাকা গ্রহণ করে।

মনিরুজ্জামান জানান, মেয়র মামুন কনস্ট্রাশন ও পেট্রোল পাম্বের উন্নয়নের জন্য আমার কাছে থেকে টাকাগুলো নিয়েছিলেন। পরে টাকা ফেরত দেয়ার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু টাকা না দিয়ে সেটি আত্মসাত করার চেষ্টা করেন। বিশেষ করে মেয়র নির্বাচিত হওয়ার পর টাকা দিতে অস্বীকার জানিয়েছেন। তাই বাধ্য হয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। 

এতে কাজ না হলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 

এ বিষয়ে জানতে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি