ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নোয়াখালীতে পতাকা প্রদক্ষিণ র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ১ ডিসেম্বর ২০২১

স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণজয়ন্তীতে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নোয়াখালীতে পতাকা প্রদক্ষিণ র‌্যালি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিট শোভাযাত্রা করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট মোহা: মাহাবুবুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফসার চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি