ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নাভারণ আনসার ব্যাটালিয়নের র‌্যালি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে যশোরের শার্শার নাভারণ ৭ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর কর্তৃক বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের সকল ইউনিটের ন্যায় বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ৫০ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন সদস্য ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিট ব্যাপী এক বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিণ র‌্যালির আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিণ র‌্যালি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বের হয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের কিছু অংশ প্রদক্ষিণ শেষে যশোর-বেনাপোল সড়কের সাতক্ষীরা মোড় ঘুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ। উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার ওবায়দুর রহমানসহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি