রাঙ্গামাটিতে শান্তিচুক্তির দুই যুগপূর্তি উদযাপন
প্রকাশিত : ১২:৫২, ২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৩:২০, ২ ডিসেম্বর ২০২১
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তি ২ ডিসেম্বর। দিনটিকে উৎসবমুখর করতে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে ও রাঙ্গামাটি জোনের ব্যবস্থাপনায় নানান কর্মসূচী পালন করা হচ্ছে।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালীদের অংশগ্রহণে শান্তি র্যালী আয়ােজন করা হয়েছে। এছাড়া দুপুর ২টায় রিজার্ভ বাজার সংলগ্ন শহীদ মিনার চত্ত্বর কাপ্তাই লেকে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযােগিতার আয়ােজন করা হয়েছে।
রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে উল্লেখযোগ্যসংখ্যক দল নৌকা বাইচ প্রতিযােগিতায় অংশগ্রহণ করবে। বিভিন্ন রঙে বর্ণিল সাজে সজ্জিত সারি সারি নৌকা কাপ্তাই লেকে নিয়ে আসা হয়েছে।
শান্তি-সম্প্রীতির বন্ধনে উপজাতি ও বাঙ্গালীরা উৎসবে মেতে উঠেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপংকর তালুকদার, এমপি। এছাড়াও আরও উপস্থিত থাকবেন রাঙ্গামাটি রিজিয়নের, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মােহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, রাঙ্গামাটির জোন কমান্ডার সামরিক-অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। প্রতিযােগীতা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও বিজয়ী ব্যক্তিদের পুরস্কৃত করবেন।
এসএ/
আরও পড়ুন