ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২ ডিসেম্বর ২০২১

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন (৩) ও মেহেদী হাসন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে। কির্তলী গ্রামের রাব্বি জোয়াদ্দারের ছেলে রিয়াদ ও একই গ্রামের মাছুম মণ্ডলের ছেলে মেহেদী।

নিহত রিয়াদ হোসেনের বাবা রাব্বি জোয়াদ্দার জানান, বেলা ১১টার দিক থেকে রিয়াদ ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে বাড়ির পাশে আব্দুর রহমানের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গ্রামের হজরত আলী বলেন, ছাগলের পাতা কাটার জন্য ওই পুকুরপাড়ের একটি গাছে উঠেন। এসময় পুকুরে পানিতে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক কিছু না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি