নাটোরে কালি মন্দিরের সিসিটিভি রিসিভার চুরি
প্রকাশিত : ১৮:১২, ২ ডিসেম্বর ২০২১
ভাটোদাঁড়া কালি বাড়ি (মন্দির)
নাটোর সদর উপজেলার প্রায় ৩শ বছরের পুরোনো ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি বাড়ির (মন্দির) সিসিটিভি রিসিভার চুরির ঘটনা ঘটেছে। তবে বুধবার রাতের ওই চুরির ঘটনায় অন্যসব সামগ্রী যথাস্থানে রয়েছে। পুলিশের ধারণা, হার্ডডিস্কে রেকর্ড হওয়া কোনো বিষয় আয়ত্তে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।
কালি বাড়ি কমিটির সহ-সভাপতি গণেশ ভট্টাচার্য বলেন, প্রতিদিনের মতো মর্ণিং ওয়াকে বের হয়ে তিনি কালি বাড়িতে প্রবেশ করেন। এসময় কালি প্রতিমার ঘরের তালা ভাঙ্গা ও পরে সিসিটিভি হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেই।
কালি বাড়ি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, কালি বাড়ির পেছনের দেয়াল টপকে দুর্বৃত্তরা কালি বাড়ি চত্বরে প্রবেশ করে। সেইসঙ্গে পেছনের কাঠের দরজা ও তালা ছাড়াও কালি ঘরের গ্রীলের তালা ভেঙ্গে প্রবেশ করে। সিসিটিভি হার্ডডিস্ক ছাড়া অন্য কিছু খোয়া যায়নি বলেও জানান তিনি।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্তরঞ্জন সাহা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূল্যবান কোন কিছুই খোয়া যায়নি। শুধু মাত্র সিসিটিভির যন্ত্র খুলে নেয়া হয়েছে। দুর্বৃত্তরা কি উদ্দেশ্যে সেটা নিয়ে গেছে- তা উদ্ধারে পুলিশ কাজ করছে। তারাই সঠিক বিষয় বলতে পারবেন।
নাটোর পুজা উদযাপন কমিটির সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী বলেন, সরকারকে বিব্রত করতে কোনো চক্র এমনটি করে থাকতে পারে বলে তার ধারণা।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা, ওই সিসিটিভি ফুটেজে এমন কিছু রেকর্ড ছিল, যার সাথে কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। ওটা নিয়ন্ত্রণে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তকে ধরতে পুলিশ কাজ করছে।
সেইসঙ্গে সরকারি নির্দেশনা মেনে কালি বাড়িতে পাহারার ব্যবস্থা করতে কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এনএস//
আরও পড়ুন