ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ট্রাক চাপাঁয় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ২ ডিসেম্বর ২০২১

নওগাঁর পোরশায় ধান বোঝাই ট্রাকের চাপাঁয় শুভ হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ৭টার দিকে উপজেলা সদরের শিশা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শুভ উপজেলার শিশা সরদারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল আজম খাঁন জানান, বুধবার রাত ৭টার দিকে শুভ মোটরসাইকেলযোগে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি