ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ৩ ডিসেম্বর ২০২১

'বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” প্রতিপাদ্যে নোয়াখালীতে ৩০তম আন্তর্জাতিক এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। 

শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। পরে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ জেলার ১০২ জন প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৫১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি