ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লোকালয়ে আটক হওয়া মেছো বাঘ বনে অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৩, ৩ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লোকালয় থেকে আটক হওয়া একটি মেছো বাঘের বাচ্চাকে কোম্পানীগঞ্জের উপকূলীয় বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বন কর্মকর্তাদের উপস্থিতিতে মুছাপুর ক্লোজার গভীর বনে মেছো বাঘটি অবমুক্ত করা হয়।

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, গত বুধবার দুপুরে কুতুবপুর ইউনিয়নের কিত্তনিয়ারহাটের মুসলিম বাজার এলাকার বাসিন্দা রহিমের মুরগির খামারে ধরা পড়ে বাঘের বাচ্চাটি। পরে উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধার করে জেলা বিভাগীয় বন কার্যালয়ে আনা হয়। বাঘের বাচ্চাটি লম্বায় সাড়ে চার ফুট ও উচ্চতায় দুই ফুট। পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের গভীর বনে মেছো বাঘটি অবমুক্ত করা হয়। বনের ওই এলাকায় লোকজনের আনা গোনা নেই।

তিনি আরও জানান, এ প্রজাতির বাঘগুলো বিশেষ করে মানুষের কোন ক্ষতি করে না। ছোট প্রজাতির প্রাণী খেয়ে তারা বেঁচে থাকে। ধারণা করা হচ্ছে কুতুবপুর ইউনিয়নে পার্শ্ববর্তী কোন জঙ্গল থেকে সে লোকালয়ে চলে এসেছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি