ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর উপহার পেল যুগিখালির ৪০০ শীতার্ত 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ৩ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার হিসেবে অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণের উদ্বোধন করেন যুগিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মনজুআরা বেগম, মনোয়ারা খাতুন, মন্জুয়ারা খাতুন, ইউপি সদস্য শামসুদ্দিন মল্লিক, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, ডাবলু রহমান, বাবলু আকতার, বজলুর রহমান, মফিজুল ইসলাম, শাহাজান সরদার, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী ও দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক সরদার জিল্লুর রহমান প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি