ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চাঁদপুরে সড়কে গেল তিন প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৩ ডিসেম্বর ২০২১

চাঁদপুর জেলার হাজীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১নম্বর ওয়ার্ড বেলাশ্বর এলাকার মৃধাবাড়ির বাসিন্দা মো. সোহাগ হোসেন (৩০),  মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

পুলিশ জানিয়েছে, তারা চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার ধেররা সিএনজি পাম্প সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ছয়জন দুইটি মোটরসাইকেলযোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ পরিবহণের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়কের দুইদিকে শতাধিক গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)  মো. জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক বাস চালিয়ে পালিয়ে যাওয়ার  চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটিকে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল  থেকে নিহত তিনজনের লাশ সুরতহাল রিপোর্ট  শেষে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা  নেয়া হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি